মো. নুরুল করিম আরমান |
পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ফের বান্দরবান জেলার লামা উপজেলার বিভিন্ন পাহাড়ে নির্মিত সব রিসোর্টগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার মিরিঞ্জা ভ্যালি ও সুখিয়া ভ্যালিসহ বিভিন্ন পর্যটন স্পটের রিসোর্ট পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ নির্দেশনা জারি করেন। তিনি বলেন, উপজেলার বেশির ভাগ কটেজ পাহাড়ের চূড়া ও কোলঘেষে নির্মিত। তায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে, এতে ওইসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকরা কটেজে অবস্থান করলে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই প্রাণহানি এড়াতে রিসোর্টগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ, কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, সহকারি তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ১ জুনও পাহাড় ধসের আশঙ্কায় রিসোর্ট বন্ধ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় উপজেলা প্রশাসন।
এদিকে বৈরী আবহাওয়া কেটে গেলে এবারও প্রশাসন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিবেন বলে জানান, লামা উপজেলা পর্যটন কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক।