1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেল বান্দরবানের নওরীন জাহান রাইসা বান্দরবানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং কক্সবাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৬ জন গ্রেফতার আজিজনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান জসিম ও তার ছেলে নিহাল চট্টগ্রাম থেকে গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক- ১ লামায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন লামায় অবৈধ ৬ ইট ভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করলেন প্রশাসন লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর

ফের বন্য হাতির উৎপাত, রাজস্থলীর বাঙালহালিয়া গ্রামে-গ্রামে আতঙ্ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাজস্থলী প্রতিনিধি |

রাঙামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া গ্রামগুলোতে ফের বন্য হাতির উৎপাত শুরু হয়েছে। ভারত থেকে সীমান্ত পেরিয়ে ৪০ থেকে ৫০টি বন্য হাতি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার অধিকাংশ গ্রামে অবস্থান নিয়েছে। হাতির পাল গ্রামে প্রবেশের আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এ সমস্যাটি নতুন নয়। গত কয়েক বছর ধরে মানুষ ও হাতি একে অপরকে তাড়া করে বছরের পর বছর পার করলেও সমস্যাটির স্থানীয় সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি কেউ। হাতির হাত থেকে ক্ষেতের ধানসহ বিভিন্ন ফসল রক্ষা করতে এসব গ্রামের লোকজন হতাহতেরও শিকার হচ্ছেন। এদিকে আবারও দু’দিন ধরে বন্য হাতির পাল রাজস্থলীর বাঙালহালিয়া এলাকায় দেখতে পান স্থানীয় লোকজন।

বন বিভাগ বলছে, ধান,কাঁঠাল ইত্যাদি খাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় বন্য হাতির পাল। রাজস্থলী উপজেলাটি পাহাড় ঘেঁষা। উপজেলাটির সদর ইউনিয়ন ও বাঙালহালিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামই পাহাড়ের কাছাকাছি। কয়েক বছর ধরে ভারত থেকে বন্য হাতির পাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। ফলে হাতির কারণে আতঙ্কে ও বেয়কায়দায় পড়েছেন রাজস্থলী উপজেলা, রাঙ্গুনিয়াসহ কাপ্তাইর রাইখালী এলাকার হাজার-হাজার মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,ধান মৌসুম শুরু হয় তখন রাঙ্গুনিয়া কোদালা খুরুশিয়া সীমান্ত দিয়ে আসে হাতির পাল। প্রতি পালে ৪০ থেকে ৫০টি হাতি একবারে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া এলাকায় প্রবেশ করে। হাতির তাণ্ডব থেকে নিজেদের রক্ষায় গ্রামের মানুষ পটকা ফাটানো, মশাল ও টর্চ লাইটের আলো জ্বেলে শব্দ করে তাড়ানো চেষ্টা চালায়।

চলতি বছর বেড়েছে বন্য হাতির উৎপাত। গ্রামের যুবক ও বড়রা মিলে পাহারা দিচ্ছেন দিনে ও রাতে। স্থানীয় কৃষক মংসুইলা, সানুচিং, রিমাপ্রু মারমা জানান, গত কয়েক বছর ধরেই হাতিগুলো ভারতীয় সীমান্ত পার হয়ে কাপ্তাই হরিণছড়া, চিৎমরম, শিলক, কোদালা সরভভাটা হয়ে খাবারের সন্ধানে আমাদের এলাকায় নেমে আসে। হাতির তাণ্ডবে আমরা রীতিমতো অতিষ্ঠ। ক্ষুধার্ত হাতির পাল খাবারের খোঁজে কর্ণফুলীর মুখ পার হয়ে আমাদের ফসল ও বাড়িঘর ভাঙে। মানুষের উপর আক্রমণও করেছে কয়েকবার এতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবারও কখন কার ক্ষতি করে,আমরা হাতির আতঙ্কে আছি।

গতকাল সোমবার দিবাগত রাত উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নুল তালুকদার বাঙালহালিয়ার ড্রাগন বাগান সংলগ্ন রাত সাড়ে নয় টায় পৌছালে হাতিরপাল সামনে পড়ায় গুরুতর আহত হন।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল আলম বলেন,হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে বাড়ির পাশে কাঁটা জাতীয় গাছ লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে পাশাপাশি গ্রামের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাশ প্রতিনিধিকে বলেন, রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে মাঝে মধ্যে হাতির উপদ্রব বেড়ে যায়। ক্ষুধার্ত হাতির পাল খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে। তবে হাতি তাণ্ডব থেকে রক্ষা পেতে গ্রামের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট