উজ্জ্বল বড়ুয়া, লামা।
আজ ৫ জানুয়ারি সোমবার লামা বনবিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। এ লক্ষ্যে বমু বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বনাঞ্চল রক্ষায় ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করেন।
নীতির বাস্তব প্রয়োগের অংশ হিসেবে সোমবার সকালে বমু সংরক্ষিত বনাঞ্চলের চুড়ইবিল এলাকায় সামাজিক বনায়নের আওতাধীন একটি স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। এ সময় তাঁর সঙ্গে বনপ্রহরী দল উপস্থিত ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপকারভোগী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন,
“সংরক্ষিত বনাঞ্চল রাষ্ট্রীয় সম্পদ। এই বনভূমি রক্ষা করা আমাদের আইনগত ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের অবৈধ স্থাপনা, দখল কিংবা বন উজাড়ের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, বন আইন ১৯২৭ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণ, দখল ও ভূমির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত) অনুযায়ী সামাজিক বনায়নের আওতাধীন জমি নির্ধারিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয় সচেতন মহল মনে করেন, বনভূমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিযানের জন্য বনবিভাগের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সমাজ।
বিশেষজ্ঞরা বলেন, বন সংরক্ষণ কার্যক্রমকে টেকসই করতে নিয়মিত নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বমু সংরক্ষিত বনাঞ্চলে পরিচালিত এই উচ্ছেদ অভিযান সে লক্ষ্যে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত