1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় কবরস্থানসহ ২০ জনেরও অধিক মানুষের জায়গা জবর দখল চেষ্টা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বান্দরবান পৌরসভা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা আলীকদমে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার চেষ্টার অভিযোগ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ লামায় সালিশী বৈঠকের আগে ছুরিকাঘাতে যুবক খুন : ঘাতক সহ আটক ৫ নাইক্ষ্যংছড়িতে আসছেন চরমোনাই পীর বান্দরবানে আত্নকর্মসংস্থামূলক প্রশিক্ষণের উদ্ভোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি বান্দরবানে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল ৩ ম্রো নারীর লামায় ‘শহীদ আবু সাঈদ দিবস, জুলাই গণঅদ্বুত্থান দিবস ও নতুন বাংলাদেশ দিবস’র প্রস্তুতি সভা লামায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উদযাপিত বান্দরবান জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো স্কুল লামায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন, হাতেনাতে আটক ২ জনকে কারাদন্ড লামায় কৃষি অধিদপ্তরের প্রণোদনা বিতরণ লামায় সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বাঁশখালীতে নলকূপ থেকে উঠছে গ্যাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে
রহিম সৈকত, আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ।

আলী করিম প্রবাস থেকে ছুটিতে এসে নলকূপ বসাচ্ছেন। সে নলকূপেই মিলছে গ্যাসের অস্তিত্ব। গত ১৭ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলকদর খালের বেড়িবাঁধসংলগ্ন মইদ্দারো বাড়ির ছাবের আহমদের নতুন বাড়িতে। স্থানীয় লোকজনের মুখে শুনে এই প্রতিবেদক ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে দেখা যায়, কাদা দিয়ে স্থানটি আঁটোসাঁটো করে লেপ্টে দেয়া হয়েছে। ওপরের অংশটি প্রায় শুকিয়ে গেছে। সাংবাদিক আসার খবর পেয়ে ঘরের বাসিন্দাদের মধ্যে এক ধরনের কৌতূহল লক্ষ্য করা যায়। তবে কেউ কথা বলতে রাজি হচ্ছিল না। ওই বাড়ির প্রবীণ ব্যক্তি আলী আকবরের সঙ্গে এই প্রতিবেদক কথা বললে বিষয়টা পরিষ্কার হয়, কেন তারা কথা বলতে রাজি হচ্ছিলেন না।

আলী আকবর জানান, স্থানীয়দের অনেকে ভয় দেখিয়ে বলেছিল, এটা জানাজানি হলে সরকার এই জায়গা নিয়ে নিবে। মূলত এই ভীতিতে তারা কথা বলতে রাজি হচ্ছিল না। প্রবাসী আলী করিম দেশে এসে পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে নলকূপ বসানোর ব্যবস্থা করেন। নলকূপ মিস্ত্রি মাটির নিচে পাইপ বসাতে গিয়ে টের পান কোনো কিছুর অস্বাভাবিক চাপ। দমকা হাওয়ার চাপ এতটাই ছিল যে, প্লাস্টিকের পাইপ আর ভেতরে প্রবেশ করানো যায়নি। বাধ্য হয়ে নলকূপ মিস্ত্রি আরও দক্ষিণে গিয়ে নতুন করে নলকূপ বসান। সেখানেও চাপ অনুভব করলেও মিস্ত্রিদল নলকূপ বসাতে সমর্থ হয়।

এই প্রতিবেদক প্রবাসী আলী করিমকে ভিজিটিং কার্ড দিয়ে আসেন এবং তাকে আশ্বস্ত করেন, এখানে গ্যাস কূপ আবিষ্কৃত হলে এটি জাতীয় সম্পদে পরিণত হবে। সরকারও এই জমি অধিগ্রহণ করলে তাদের জমির মূল্যের বহুগুণ মূল্য তারা পাবেন, সেইসঙ্গে পুনর্বাসিত করার সুযোগও পাবেন। গ্যাসের আভাস পেলে ফোন দেয়ার অনুরোধ জানিয়ে চলে আসেন এই প্রতিবেদক।

এরপর গত বৃহস্পতিবার বিকেলে প্রবাসী আলী করিম ফোন দেন প্রতিবেদককে। আলী করিম বলেন, ‘আমি একজন প্রবাসী, দেশে এসে সুপেয় পানির জন্য নলকূপ বসাতে গিয়ে বিপত্তিতে পড়ে যাই। এটি নিয়ে হইচই পড়ে গেলে আমার পরিবারের কোনো সমস্যা হতে পারে ভেবে বিষয়টি প্রকাশ করতে চাইনি। কিন্তু বৃষ্টির পানিতে ঢেকে দেয়া মাটি সরে গেলে পুনরায় ওই কূপ দিয়ে বুঁদবুঁদ করে বাতাস উঠতে থাকে। ভয়ে আছি, এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সহযোগিতা চাই।’

পুনরায় গিয়ে দেখা যায় ওই স্থান দিয়ে বুঁদবুঁদ উঠছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এনামের উপস্থিতিতে সেই জায়গাটির মুখ চারপাশ থেকে কাদামাটি দিয়ে মুখ ছোট করা হয়। জমে থাকা পানি সরিয়ে আগুন দেয়া হলে আগুন জ্বলতে থাকে। বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সুযোগ এসেছে বলে জানান স্থানীয় কয়েকজন।

ইউপি সদস্য মোহাম্মদ এনাম বলেন, ‘আমি ইতোমধ্যে বেশ কয়েকবার এসেছি। প্রায় ১৭ দিন ধরে এই জায়গা দিয়ে অনবরত গ্যাস নিঃসৃত হচ্ছে। বিষয়টি যদি পকেট গ্যাস, কিংবা অল্প জমা গ্যাস হতো তবে এতদিনে নিঃশেষ হয়ে যেত। আমি বাপেক্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, বিষয়টি খতিয়ে দেখার জন্য।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘ইতোপূর্বে আমরা এমন খবর পেয়েছি। সেটি বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছিলাম। নতুন করে আবার গ্যাস নিঃসৃত হওয়ার বিষয়টি আপনার কাছে জানলাম। বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট