বান্দরবান প্রতিনিধি |
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এ মনোনীত হb বান্দরবান পার্বত্য জেলার সদর থানায় কর্মরত এসআই নিরস্ত্র আবু নাসের এর কন্যা নওরীন জাহান রাইসা। ১৬ আগস্ট শনিবার মেধা বৃত্তিপ্রাপ্তকে সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির সম্মানী প্রদান করেন- বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ, ও মেধা বৃত্তিপ্রাপ্ত রাইসার বাবা এসআই (নিরস্ত্র) মোঃ আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।