শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) থেকে::
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পালন করেছে ছাত্র জনতা।শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বাইশারী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও অংশ নেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ আনাস,চট্টগ্রাম সরকারি কলেজ শিক্ষার্থী খালেদ বশরী,রিদুয়ান আলম,কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী শহিদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী আমিনুল হক, বাইশারী বালিকা দাখিল মাদরাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম, বাইশারী ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুল লতিফ,বাইশারীর নারিচ বুনিয়া সমাজ প্রতিনিধি আব্দুল মাবুদ প্রমূখ।
এসময় বিক্ষোভে 'স্বৈরাচার নিষিদ্ধ, করতে হবে করতে হবে,' 'ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই,' 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর', 'হাসিনা কেন ভারতে, ইন্টেরিম জবাব চাই', হামিদ কেন বিদেশে, ইনকিলাব জিন্দাবাদ, ইন্টেরিম জবাব চাই', 'আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান,' 'মুজিববাদ মূর্তাবাদ,' লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই' ইত্যাদি স্লোগান দেন ছাত্র জনতা ।
বিক্ষোভে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ আনাস বলেন, বারবার কেন আমাদের রাস্তায় নামতে হবে? কেন আন্দোলন, মিছিল ব্লকেড কর্মসূচি পালনের মাধ্যমে গণজাগরণ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? কয়েক হাজার মানুষের আর্তনাদ আমাদের কানে আসে, ইন্টেরিম সরকারের কানে কি সেই আর্তনাদ ভেসে আসে না? শুধু ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করলে হবে না, অনতিবিলম্বে বাংলাদেশের দোসর, মানবাধিকার লঙ্ঘনকারী সেই আওয়ামী লীগ, সেই খুনি বাহিনীকে এই বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে।
কক্সবাজার সরকারী কলেজ শিক্ষার্থী আমিনুল হক বলেন, 'বিপ্লব কোনো নিয়ম মেনে হয় না, জুলাইয়ে যে বিপ্লব হয়েছে তা কোনো নিয়ম মেনে হয়নি। আমরা এখান থেকে বলে দিতে চায় কোনো কিন্তু ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জুলাইয়ে ঘোষণাপত্র অবিলম্বে দিতে হবে। আপনারা অবশ্যই আওয়ালী লীগের বিচার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন।'
বাইশারী ইউনিয়ন শাখার
ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল লতিফ বলেন, "দুই সহস্রাধিক শহিদের রক্তের উপর দাঁড়িয়ে আছে ইন্টেরিম গভর্নমেন্ট। এতোয় শহিদের রক্তের উপর দাঁড়িয়েও তারা নয়মাস ধরে জুলুমকারীদের বিচার করতে পারছে না। আমাদের অনেক ভাই হাত পা হারিয়েছে এখনো হাসপাতালের বেডে পরে আছে এইসব বৈষম্য দেখার জন্য নয়। আমরা অতিদ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এবং জুলাইলের ঘোষণাপত্র দেখতে চাই। '
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত