শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ জানুয়ারি বিকাল ৩টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশরী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মো: ছলিম উল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: আহসান হাবিব সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী.চট্রগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান আলী আহম্মদ মাবরুর,বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার সেক্রেটারি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফজলুল হক, সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে অধ্যাপক হাসান মওদূদ, ডা: শাহ আলম, চট্রগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা রফিক বসরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বাইশারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিটি জামায়াতে ইসলামীর অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি।আমাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অত্যাচার-নিপিড়ন করা হয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে। ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক হিসেবে তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।’