শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিএনপির নেতা জসিম উদ্দিন, জাহেদুল আলম ও আব্দুল মান্নান এর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিল ও সমাবেশ করে । বাইশারী ইউনিয়ন বিএনপির আয়োজনে নেতা কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনে আনন্দ মিছিলটি কেন্দ্রীয় বাজারের তেমনি মোড় থেকে বের হয়ে কলেজ সড়ক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার তেমনিতে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপি নেতা উফোছা মার্মা,বাইশারী সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মনোয়ারুল হক মনু,উপজেলা কৃষকদল নেতা ইয়াহিয়া খাঁন মামুন, যুব নেতা সাইফুদ্দিন বাহাদুর প্রমুখ। উল্লেখ্য, বান্দরবান জেলা বিএনপির নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন সাবেক জাতীয় সাংসদ ও বিএনপির সাবেক সভাপতি সাচিং প্রু জেরি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক জেলা পরিষদ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক বিএনপির নেতা অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক হলেন মুজিবুর রশিদ, সদস্য সচিব মুহাম্মদ জাবেদ রেজা, সদস্য ম্যামা চিং কে নির্বাচিত করায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।