সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে অর্থ বছর ২০২৩ — ২০২৪ এর উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টার সময় পরিষদ হল রুমে পবিত্র কুরআন তেলোয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে উম্মুক্ত বাজেট ঘোষনা নিয়ে আলোচনা করা হয়। বাইশারী ইউনিয়ন পরিষদে অর্থ বছর ২০২৩ –২০২৪ ইং সনের রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ২৭ লাখ ৫০ হাজার এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। এনিয়ে সর্বমোট আয় ১কোটি ৮৩ লাখ টাকা। এতে পরিষদের বার্ষিক পরিকল্পনা মোতাবেক রাজস্ব ও উন্নয়ন খাতে আয় এবং ব্যয় সমান সমান রয়েছে। এবারের সর্ব মোট রাজস্ব খাত থেকে আয় -ব্যয় ১ কোটি ৮৩ লাখ টাকা বলে উম্মুক্ত বাজেট আলোচনায় ঘোষনা করেন, পরিষদ সচিব মোঃ শাহজাহান ।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাস্টার কামাল হোছাইন, যুবলীগ সভাপতি একরামুল হক রাজু, সহ-সভাপতি এন কে রাশেদ প্রমুখ অতিথি ছিলেন। পরিষদ সচিব শাহজাহানের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবুল হোসেন, আনোয়ার সাদেক, উবাচিং, আবু তাহের, নুরুল কবির, নুর মোহাম্মদ পুতুইন্না, বেলাল, মহিলা সদস্যা সাবেকুন্নাহার ও নুর জাহান প্রমুখ।