রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য নিপুণ চাকমার (৩৫) মরদেহ ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে বটতলা থেকে ১৪ ঘণ্ট পর উদ্ধার করেছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আটকের দাবিতে আধাবেলা সড়ক অবরোধ পালন করে ইউপিডিএফ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি থানার সার্কেল এসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরীর নেতৃত্বে মরদেহ উদ্ধার করা হয়। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় মরদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লেগেছে। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট দেখার সময় ইউপিডিএফ সদস্য নিপুণ চাকমাকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুই বন্দুকধারী।
এই হত্যাকাণ্ডের ঘটনায় জেএসএস এমএন লারমা গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ। তবে এ হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জেএসএস এমএন লারমা গ্রুপের বাঘাইছড়ি উপজেলার সভাপতি জ্ঞানজীব চাকমা।
গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং এলাকায় ইউপিডিএফ’র দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত