1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ

বান্দরবানসহ ৫ জেলায় চলছে সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা জিটুপি পেমেন্ট ব্যবস্থায় বিতরণ বিষয়ক সামাজিক গবষেণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি
সমাজসেবা অধিদপ্তর সমগ্র দেশে সর্বাধিক সংখ্যক সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে। যার মধ্যে অন্যতম বয়স্ক ভাতা কর্মসূচী। এ ধারাবাহিকতায় বয়স্ক ব্যক্তির মাঝে দ্রুততা, স্বচ্ছতা ও নির্ভূলতার সহিত ভাতার অর্থ বিতরণের লক্ষ্যে গর্ভমেন্ট টু পার্সন পেমেন্ট (জিটুপি) ব্যবস্থার প্রবর্তন করেছে বাংলাদেশ সরকার। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৭ জুলাই ডিজিটাল ব্যবস্থায় ভাতা বিতরণ প্রক্রিয়ার শুভ উদ্ভোধন করেন। এর অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরের আওতায় চলতি ২০২২-২৩ অর্থ বছরে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের তত্বাবধানে জিটুপি ব্যবস্থায় ভাতা বিতরণের প্রভাব মূল্যায়নের জন্য গবেষণার উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়। বিভাগীয় কমিটি কর্তৃক অনুমোদিত এ গবেষণার শিরোনাম হচ্ছে-‘ সামাজিক নিরাপত্তা কর্মসূচী হিসেবে বয়স্ক ভাতা জিটুপি পেমেন্ট ব্যবস্থায় বিতরণ: একটি মূল্যায়নধর্মী সমীক্ষা’। গবেষণার কর্ম এলাকা নির্ধারণ করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড। এলাকাগুলো হলো- চট্টগ্রাম মহানগর ও বোয়ালখালী উপজেলা, কক্সবাজার জেলার চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা, কুমিল্লা জেলার দ্বেবীদ্বার উপজেলা, বান্দরবান জেলার লামা উপজেলা, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা। এ গবেষণার প্রকল্প পরিচালক হচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। ঢাকা বিশ^ বিদ্যালয়ের অধীন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়ার তত্বাবধানে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্যমূলক নমুনায়ন পদ্ধতিতে মাঠ পর্যায়ে করা হচ্ছে এ গবেষণার তথ্য সংগ্রহ। ইতিমধ্যে গবেষণা পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের আয়োজনে গবেষণা কাজে নিয়োগকৃত তথ্য সংগ্রহকারীদেরকে দিনব্যাপী প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান ও উপ-পরিচালক ফরিদুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে গবেষণা কাজ শুরু হয় বলে জানান গবেষণা সংশ্লিষ্টরা।
গবেষণা প্রসঙ্গে গবেষণা পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, বান্দরবানসহ পাঁচ জেলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষ পর্যায়ে। দ্রুত এ গবেষণার প্রতিবেদন প্রকাশের পাশাপাশি গবেষণালদ্ধ সুপারিশ সমাজসেবা অধিদপ্তর বরাবর প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীকে সফল করার লক্ষ্যে ভাতার অর্থ সরাসরি সুবিধাভোগীর নিকট পৌঁছাতে চায়। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর এমএফএস কোম্পানী নগদ, বিকাশ ও ব্যাংক এশিয়ার মাধ্যমে দেশব্যাপী বয়স্ক ভাতা বিতরণ করে চলেছে। এ গবেষণার ফলাফল বয়স্ক ভাতা কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের দিন নির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন গবেষণা পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট