বান্দরবান পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মীয় অনাথালয় ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ২৪টি প্রতিষ্ঠানে খাদ্যশস্য প্রদান করলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় শহরের বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে দুই মেট্রিক টন চাউলের ডিও লেটার হস্তান্তরের মাধ্যমে এ প্রক্রিয়া খাদ্যশষ্য প্রদান শুরু করেন। পরে শহরের উজানি পাড়া পমুদ আবাসিক ছাত্রাবাসে ছাত্র ও শ্রমনদের জন্য বিহার অধ্যক্ষ ড. সুবন্ন লংকারা মহাথের’র নিকট তিন মেট্রিক টন চাউলের ডিও লেটার প্রদান করেন।
এসময় কেএস মং মারমা বলেন, আঞ্চলিক পরিষদ থেকে নিজের জন্য প্রাপ্ত ৫৫ টন খাদ্যশস্য জেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় অনাথালয় ও আর্থসামাজিক প্রতিষ্টানে প্রদানের উদ্দ্যোগ নিয়েছি। যার প্রেক্ষিতে বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে ২ মেট্রিক টন ও পমুদ আবাসিক ছাত্রাবাসে ছাত্র ও শ্রমনদের জন্য ৩ মেট্রিক টন চাউলের ডিও লেটার প্রদান করা হয়েছে। পর্যায় ক্রমে আরও ২২ টি প্রতিষ্ঠান মিলে মোট ৫৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হবে বলে জানান তিনি।এসময় বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের বিহার অধ্যক্ষ তিক্ষিন্দ্রিয়া মহাথের, পমুদ আবাসিক ছাত্রাবাসের অধ্যক্ষ ড. সুবন্ন লংকারা মহাথেরসহ প্রতিষ্ঠানগুলোর দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,
সম্পাদক : মো. নুরুল করিম আরমান,
আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ