বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান রোয়াংছড়ি থানাধীন তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।শনিবার পুলিশ সুপার ক্যাম্প এলাকা পরিদর্শন শেষে ফোর্সের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজস্ব নিরাপত্তা বিষয়ে কথা বলেন। বিশেষ করে রাত্রিকালীন সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার বিষয়ে জোর দেন।
এ-সময় তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার নির্দেশ দেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। পরিশেষে জনগণ যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে ও জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ আজমসহ ক্যাম্পের ইনচার্জ ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত