বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে সম্প্রতি প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থ রোয়াংছড়ি - রুমা সড়কের পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান (এনডিসি) । শনিবার (২ সেপ্টেম্বর) সড়কের ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনের শেষে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিবিময় করেন তিনি। সভায় উপজেলা বিভিন্ন সার্বিককার্যক্রমের ব্যাপারে খোঁজ খবর নেন। মতবিনিময় সভায় ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপজেলা একমাত্র জনপ্রিয় পর্যটন স্পট বন্ধ থাকার ২০০ জনেরই অধিক পর্যটক গাইড বেকারত্ব, বাণিজ্যিকভাবে এলাকার ক্ষতিগ্রস্ত ও পর্যটনটি দ্রুত খোলার বিষয়ে পার্বত্য সচিবকে জানালে তিনি বান্দরবান জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
ইতঃপূর্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়াধীন উন্নয়ন বোর্ডে পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্প আওতায় ওয়াগই পাড়াস্থ পাড়া কেন্দ্রে কর্মকর্তা কর্তৃক পাড়াকর্মী ও কোমলমতি শিশুদের সাথে পার্বত্য সচিব শুভেচ্ছ বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, উপসচিব মোহাম্মদ হারুন অর-রশীদ, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি নির্বাহী কর্মকর্তা মো. খোশেদ আলম চৌধুরী, রোয়াংছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার এমএম ইয়াসিন আজিজ, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী মো. আবু বিন মোহাম্ম ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ রনি প্রমুখ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত