1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বান্দরবানের শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞাঁর নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শিক্ষকরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞাঁর নানা অপকর্ম ও শিক্ষকদের হয়রানীর প্রতিবাদ ও অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ মার্চ) সকালে বান্দরবান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞাঁর শিক্ষকদের সাথে শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, একাডেমিক সুপার ভাইজার ও কমিটির সাথে দ্বন্ধ লাগানো ছিল তার প্রধান কাজ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি টাকা দাবী করেন এবং টাকা না দিলে নানা ভাবে হয়রানী করেন।

বক্তারা আরো বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ক্ষমতার অপব্যবহার করে জেলা শিক্ষা অফিসের রেষ্টরুমে স্বপরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক সমাজ। এভাবে চলতে থাকলে পিছিয়ে পড়া পাহাড়ী জনপদে শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বান্দরবান সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞাঁকে দ্রুত অপসারণের দাবী জানান বান্দরবান জেলায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মার্মা, সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া, মো: ইমান আলী, সহ-সভাপতি তারেকুর রহমান, ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কুমার দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঞার বান্দরবানের লামা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মের কারণে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। কিন্তু তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী কোন ব্যবস্থা না নেয়ার কারণে দিনের পর দিন এ ধরনের অপকর্ম করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট