বান্দরবান প্রতিনিধি |
আত্নকর্মসংস্থান মূলক উন্নয়নের লক্ষে বান্দরবান জেলার ৫ উপজেলায় সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ৫টি সমবায় সমিতিকে ঘুর্ণায়মান তহবিল হতে অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বান্দরবান জেলা সমবায় কার্য়ালয়ে এ চেক প্রদান করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল এসব চেক প্রদান করেন। এ উপলক্ষে বান্দরবান জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমবায় কর্মকর্তা জাবেদ মীর জাদাসহ জেলার ৭ উপজেলা সমবায় কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুদানের চেক প্রাপ্ত মমিতিগুলো হলো- জবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমবায় সমিতি লিমিটেড, নতুন পাড়া ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেড, মাতামুহুরী সমবায় সমিতি লিমিটেড, রোয়াংছড়ি শসা ও ফলমুল উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও রুমা সদর ২নং ওয়ার্ড ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড।
চেত বিতরণের সত্যতা নিশ্চিত করে সমবায় বিষয়ক কনভেনিং কমিটির সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, বিভিন্ন আত্নকর্মসংস্থানমূলক প্রকল্পের মাধ্যমে সমিতির সদস্যদের উন্নয়নের জন্য এসব আর্থিক অনুদান প্রদান করা হয়।