বান্দরবানে বন্যার পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে সাঙ্গু তীরে ভাঙন দেখা দিয়েছে। এখন পর্যন্ত সাঙ্গু তীরের ৮টি বসতঘর নদীতে বিলিন হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান সদরস্থ মধ্যমপাড়া এলাকায় এই ভাঙনের ঘটনা ঘটে। এর মধ্যেই ওই এলাকাটিকে চরম ঝুকিপূর্ণ ঘোষণা করেছে বান্দরবান পৌরসভা।
ক্ষতিগ্রস্তরা হলেন, বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া সাঙ্গু নদীর তীর এলাকার রেখা দাশ, রুপনা বড়ুয়া, বিন্দু দাস, লিটন বড়ুয়া, শানু বড়ুয়া, বিজয় বড়ুয়া, উনৈ সিং মারমা ও থুইসে মারমা।
স্থানীয়রা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। একই সাথে নদীর পানিও কমতে শুরু হয়েছে। তবে নদীতে পানি কমার সাথে সাথে তীরে ভাঙন দেখা দিয়েছে। মধ্যমপাড়া সাঙ্গু নদীর তীর এলাকায় বসবাসরত একটি দোতলা দালান ও ৭টি কাচা ঘর নদীতে বিলিন হয়ে গেছে। ওই এলাকার আরও অর্ধশতাধিক ঘর ভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বন্যা পরবর্তী মধ্যমপাড়া সাঙ্গু নদীর তীর এলাকায় ভাঙন দেখা দেওয়ায় বসবারত সবাইকে সতর্ক করা হয়েছে এবং নদী গর্ভে বিলিন হওয়া ঘর সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।
বান্দরবান পৌরমেয়র সৌরভ দাশ শেখর সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙনকবলিত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই এলাকাটিকে চরম ঝুকিপূর্ণ এলাকায় হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি বসবাসরত সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত