1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও সাউন্ড হেলথ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং রাঙ্গামাটিতে তরুণী ধর্ষণ মামলায় এক যুবক আটক খাগড়াছড়িতে অপহরণের ৭ দিন পর চবি’র ৫ শিক্ষার্থী মুক্ত বিদ্যুৎ চলে গেলেই ঘুটঘুটে অন্ধকারে লামা স্বাস্থ্য কমপ্লেক্স, রোগীদের দুর্ভোগ লামায় নিবন্ধিত জেলেরা পেলেন বিনামূল্যে উন্নত জাতের ছাগল লামায় ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন লামায় “ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক” প্রশিক্ষণ চকরিয়া ভূয়া নৌবাহিনী সদস্য পরচিয়ে প্রতারণায় এক দম্পতি গ্রপ্তোর

বান্দরবানে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে তুলা উৎপাদান ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে তুলা উৎপাদন বৃদ্ধি,গবেষণা,সম্প্রসারণ ও বাজারজাত সহজ করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০৬ মে) বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র ও তুলা উন্নয়ন বোর্ড বান্দরবানের আয়োজনে অরুণ সারকী টাউন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব এর সভাপতিত্বে এসময় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক অরবিন্দ রায়,তুলা উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ পরিচালক নাছির উদ্দীন আহমদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম.এম শাহ্ নেয়াজ,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো.আলমগীর হোসেন মৃধা, পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমাসহ তিন পার্বত্য জেলার তুলা উন্নয়ন বোর্র্ডের কর্মকর্তা এবং তুলা চাষীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিশে^র ১০টি সবুজ কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশে। আন্তর্জাতিকভাবে তুলার গুরুত্ব বেশি। দেশীয় তুলা ব্যবহার করে দেশের বড় বড় টেক্সটাইল মিলগুলো সন্তোষ প্রকাশ করেছে। তুলাতে পানির পরিমাণ লাগে কম । তবে পাহাড়ের সার ব্যবস্থাপনা অনেকটা জটিল । পার্বত্য এলাকার সেচ ব্যবস্থাপনা নিয়ে সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ে করা হচ্ছে যা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার চাষীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারী বিভিন্ন সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে আগের চেয়ে চাষীরা আরো বেশি ফলন ফলাতে উৎসাহ পাচ্ছে এবং লাভবান হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় এখন তুলার আবাদ বৃদ্ধি পাচ্ছে আর চাষীদের তুলা বাজারজাতকরণে জেলা পরিষদ সহযোগিতা করছে।

এসময় প্রধান অতিথি চাষীদের ঘরের আশে পাশে এবং পতিত জমিতে আরো অধিক তুলা আবাদের আহ্বান জানান এবং জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান,রাঙ্গামাটি,খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্ধশতাধিক তুলা চাষী অংশ নেয় এবং চাষীদের তুলা চাষের আধুনিক বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করে বিশেষজ্ঞরা ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট