1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কবরস্থানসহ ২০ জনেরও অধিক মানুষের জায়গা জবর দখল চেষ্টা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বান্দরবান পৌরসভা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা আলীকদমে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার চেষ্টার অভিযোগ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ লামায় সালিশী বৈঠকের আগে ছুরিকাঘাতে যুবক খুন : ঘাতক সহ আটক ৫ নাইক্ষ্যংছড়িতে আসছেন চরমোনাই পীর বান্দরবানে আত্নকর্মসংস্থামূলক প্রশিক্ষণের উদ্ভোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি বান্দরবানে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল ৩ ম্রো নারীর লামায় ‘শহীদ আবু সাঈদ দিবস, জুলাই গণঅদ্বুত্থান দিবস ও নতুন বাংলাদেশ দিবস’র প্রস্তুতি সভা লামায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উদযাপিত বান্দরবান জেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো স্কুল লামায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন, হাতেনাতে আটক ২ জনকে কারাদন্ড লামায় কৃষি অধিদপ্তরের প্রণোদনা বিতরণ লামায় সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বান্দরবানে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে তুলা উৎপাদান ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে তুলা উৎপাদন বৃদ্ধি,গবেষণা,সম্প্রসারণ ও বাজারজাত সহজ করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ০৬ মে) বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র ও তুলা উন্নয়ন বোর্ড বান্দরবানের আয়োজনে অরুণ সারকী টাউন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব এর সভাপতিত্বে এসময় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক অরবিন্দ রায়,তুলা উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ পরিচালক নাছির উদ্দীন আহমদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম.এম শাহ্ নেয়াজ,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো.আলমগীর হোসেন মৃধা, পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমাসহ তিন পার্বত্য জেলার তুলা উন্নয়ন বোর্র্ডের কর্মকর্তা এবং তুলা চাষীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিশে^র ১০টি সবুজ কারখানার মধ্যে ৭টিই বাংলাদেশে। আন্তর্জাতিকভাবে তুলার গুরুত্ব বেশি। দেশীয় তুলা ব্যবহার করে দেশের বড় বড় টেক্সটাইল মিলগুলো সন্তোষ প্রকাশ করেছে। তুলাতে পানির পরিমাণ লাগে কম । তবে পাহাড়ের সার ব্যবস্থাপনা অনেকটা জটিল । পার্বত্য এলাকার সেচ ব্যবস্থাপনা নিয়ে সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ে করা হচ্ছে যা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকার চাষীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারী বিভিন্ন সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে আগের চেয়ে চাষীরা আরো বেশি ফলন ফলাতে উৎসাহ পাচ্ছে এবং লাভবান হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় এখন তুলার আবাদ বৃদ্ধি পাচ্ছে আর চাষীদের তুলা বাজারজাতকরণে জেলা পরিষদ সহযোগিতা করছে।

এসময় প্রধান অতিথি চাষীদের ঘরের আশে পাশে এবং পতিত জমিতে আরো অধিক তুলা আবাদের আহ্বান জানান এবং জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান,রাঙ্গামাটি,খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্ধশতাধিক তুলা চাষী অংশ নেয় এবং চাষীদের তুলা চাষের আধুনিক বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করে বিশেষজ্ঞরা ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট