বান্দরবান প্রতিনিধি |
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,করোনা ভাইরাস মহামারীতে যখন বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশে মৃত্যুর মিছিল শুরু হয়েছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আমদানি করে দেশের জনগনকে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা করেছিল।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের টানা প্রায় ১৫ মেয়াদে অনেক মহামারী,র্দুযোগ, ঘূর্নিঝড়সহ দেশের উপর দিয়ে অনেক বিপদ বয়ে গেছে। সকল বিপদ-আপদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে। সরকারের শক্ত মোকাবিলার ফলে এসব দুর্যোগে দেশ ও জনগনের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
রবিবার (২১ মে) বেলা ১১টায় বান্দরবান অরুন সারকী টাউন হলে বান্দরবান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ,ও থেলাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা;. নীহার রঞ্জন নন্দী, জেলা পরিষদের সদস্য তিংতিংমে,বান্দরবান পৌর সভার মেয়র সৌরভ দাশ শেখর, পুলিশ সুপার তারিকুল ইসলাম।
বক্তব্য শেষে প্রধান অতিথি জেলায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং গরীব মেধাবী শিক্ষার্থীসহ মোট ১৭২ জনের মাঝে ১২ লাখ ৫ হাজার টাকাi আর্থিক অনুদান বিতরণ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত