বান্দরবান সদর উপজেলাস্থ সুয়ালক মাঝের পাড়ায় বিএনকেএস এর বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থার সুইডেন দূতাবাস ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা কর্মসূচি প্রকল্পের” বাংলাদেশ সুইডেন দূতাবাসে উর্ধতন কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
গত রবিবার (০৫ মার্চ) বিকালে মাঠ পর্যায়ে পরিদর্শনে সময় বাংলাদেশ সুইডেন দূতাবাসে রাষ্ট্রদূত অ্যালেক্সজান্দ্রা র্বাগ ফর লিন্ডে, মারিয়া স্ট্রিডসম্যান, ডিপুটি হেড অব মিশন, ড্যানিয়েল নোভাক, ফাস্ট সেক্রেটারী, হেলথ সেক্টর, সুইডেন দূতাবাস, বাংলাদেশ, ক্রিস্টির ব্লকহাস, ইউএনএফপিএ কান্ট্রি ডিরেক্টর, ডাঃ বিভাবেন্দ্র রঘুবংশী, হেলথ সেক্টরে প্রধান, মো: শামসুজ্জামান, প্রোগ্রাম বিশ্লেষক-এসআরএইচআর, জেলার সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, মানুষের জন্য ফাউন্ডেশনের ডিরেক্টর প্রোগ্রাম বনশ্রী মিত্র নিয়োগী, ম্যানেজার সোমা দত্ত, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লা সিং নু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা সহ এলাকার সুশীর সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।