বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে দুর্ধর্ষ ছিনতাই ও মাদকসহ নয় মামলার আসামি রকি বড়ুয়া এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) রাতে বান্দরবান সদর থানা পুলিশ ও ডিবির একাধিক দল সুয়ালক এলাকায় অভিযান চালিয়ে আত্নগোপনে থাকা দুর্ধর্ষ ছিনতাই ও মাদক ব্যবসায়ী রকি বড়ুয়া ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রকি বড়ুয়া ৮/১০ জনের একটি ক্রিমিনাল গ্যাং তৈরি করে দীর্ঘ দিন ধরে বান্দরবান সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। রকি বড়ুয়াসহ তার অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশ দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রকি কড়ুয়ার বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক সংলগ্ন সাতকানিয়া সুয়ালক বড়ুয়া পাড়ায়। সে বান্দরবানের অভ্যন্তরে ছিনতাই, চুরি ও মাদকসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে সাতকানিয়া এলাকায় আত্নগোপনে চলে যায়। যার কারণে তাকে গ্রেফতার করতে কিছুটা বিলম্ব হয়েছে। রকি বড়ুয়ার মত আরো যারা এরকম অপরাধী আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত