বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন সদর উপজেলার কুহালং ইউনিয়নের ও আমির হোসেন কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
জানা যায়, ২০১৫ সালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জসীম উদ্দীনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় এক নারীর। ওই নারীর প্রথম ঘরের ৩০ বছর বয়সি কন্যা সন্তানটি মানসিক রোগী ছিল। ২০১৭-১৮ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়েছিল তাকে। ২০২২ সালের ৭ মে ওই নারীর স্বামী জসীমের বন্ধু আমির হোসেনের সঙ্গে মেয়ের শারীরিক সম্পর্কের কারণে সালিশে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। পরে ১৭ মে বিচ্ছেদ হওয়া দ্বিতীয় স্বামী ও তার বন্ধু আমির হোসেন ওই মেয়েকে পাত্র দেখানোর কথা বলে বান্দরবান সদর ইউপির সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মেয়েটিকে রাতভর দুজনে পালাক্রমে ধর্ষণ করে।
পরে ২০২২ সালের ১৮ মে এ ঘটনায় বান্দরবান সদর থানায় মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত