বান্দরবান প্রতিনিধি |
গত কযেক দিনের টানা ভারী বৃষ্টিতে বান্দরবান জেলায় পাহাড় ধসে পড়ে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে আরো ১ জন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে জেলা প্রশাসন তথ্য কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়। সে তথ্য মতে , বান্দরবানের অতি বৃষ্টিতে জেলায় ও উপজেলায় পাহাড় ধসের মৃত্যু হয়েছে ১০ জন। তার মধ্যে জেলা সদরে ৫, লামা ২, আলীকদম ২ ও নাইক্ষ্যংছড়ি ১ জন। তবে নাইক্ষ্যংছড়িতে আরো একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে জেলা শহর পৌর এলাকায় মারমা বাজার এলাকায় সাঙ্গুর পানিতে তলিয়ে গেছে ১টি ঘর। এসব এলাকায় ১০-১২টি ঘর ঝুকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে পৌরসভা ও জেলা প্রশাসন। তাছাড়া সেসব ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করেছে ভারপ্রাপ্ত পৌর মেয়র সৌরভ দাশ শেখর।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত