বান্দরবানে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলা স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনে নারীদের আরো এগিয়ে নিতে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসন ও বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধানে তিন পার্বত্য জেলার নির্বাচিত নারী ফুটবল খেলোয়াড়ের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-সেনাবাহিনীর বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। এ টুর্নামেন্টে মোট ৩টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বান্দরবান জেলা মহিলা ফুটবল দল, খাগড়াছড়ি জেলা মহিলা ফুটবল দল এবং রাঙ্গামাটি জেলা মহিলা ফুটবল দল।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি বলেন, বর্তমান যুবসমাজকে মাদক আসক্ত থেকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়ার বিকল্প নেই।