প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৫, ২:০০ অপরাহ্ন
বান্দরবানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম’র (বার) সভাপতিত্বে ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি নুরানী ফেরদৌস দিশা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(পিএম-১), পুলিশ সুপার, (সুপার নিউমারারি পদে পদোন্নতি), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন। গত ১৪ আগস্ট এ প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ-সময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, আসন্ন বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার মহোদয় আরো বলেন, আইজিপি স্যারের নির্দেশনায় Face Detector Software সংযোজন করা হয়েছে। নতুন এই প্রযুক্তি দ্বারা প্রার্থীদের শনাক্তকরণ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ বোর্ডের সদস্যগণ প্রমুখ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত