1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমে নারী সমাবেশ  ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী লামায় সিএইচসিপি এসোসিয়েশন’র নতুন সভাপতি জ্যোতিষ, সাধারণ সম্পাদক জুনাইদুল রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবিকাসহ জনবল সংকট, সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ, দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর লামায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের বিজয় মিছিল আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান

বান্দরবানে বিএনপির জনসভা : রাতের ভোট আর হতে দেব না: হাবিব উন-নবী খান সোহেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে দিয়েছিল তাদের ক্ষমা নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকলের ভোটে নতুন এমপি হবে, প্রধানমন্ত্রী হবে, আর রাতের ভোট আমরা আর হতে দেব না। আপনারা ঐক্যবদ্ধ হোন,আর যদি কোন ভাই-বোনকে নির্যাতন করা হয়, হত্যা করা হয় আমরা সবাই মিলে সে হাত গুড়িয়ে দেব। আমরা এক ও ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে বান্দরবান রাজারমাঠে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল এমন মন্তব্য করেন।

এসময় হাবিব উন-নবী খান সোহেল আরো বলেন, কি অত্যাচার আর কি নির্যাতন শেখ হাসিনার সরকার করেছে তার কথা বলে শেষ করা যাবে না। ১৬টি বছর বাংলাদেশে যত রকম অপরাধ হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামীলীগ করেছে।

এসময় তিনি বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ী জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙ্গালী সবাই মিলে বসবাস করছি আর আমরা সবাই বাংলাদেশী, আর আমাদের ভোটের অধিকার এখন কেউ কেড়ে নিতে পারবে না। রাতের ভোট আর হবে না।এসময় তিনি বান্দরবান জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে বলেন, আজকে বান্দরবান জেলা বিএনপি ঐক্যবদ্ধ, আগামী নির্বাচনের জন্য যে ধানের শীষ প্রতীক পাবে সে নির্বাচিত হবে আর তাই এখনই প্রস্তুতি নিন।  এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা একজন গনহত্যকারী আর তাই তিনি পালিয়েছেন, তাকে অবিলম্বে দেশে ফেরত এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

এসময় মাহবুবের রহমান শামীম প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে আরো বলেন, ৩০০নং আসনের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর ও পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ক্যশৈহ্লাকে দ্রæত গ্রেফতার ও তাদের বিচার করতে হবে,তাদের কোন ক্ষমা নাই। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে সংস্কার কাজ দীর্ঘায়িত না করে দ্রæত নির্বাচন প্রদানের আহবান জানান।

বান্দরবান জেলা বিএনপি এর আহবায়ক সাচিং প্রæ জেরীর সভাপতিত্বে এসময় মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো.ওসমান গণি, যুগ্ন আহবায়ক মো.মুজিবুর রশীদ, সদস্য সচিব মো.জাবেদ রেজাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট