1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বান্দরবানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হলেন শামসুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

বান্দরবান পৌরসভার উপ নির্বাচনে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। আগামী ২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবির মৃত্যুজনিত কারনে নির্বাচন কমিশন ১ জুন মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করেন। আগামী ১৭ জুলাই পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়া ও মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। এ হিসেবে অন্য কোনো প্রার্থী না থাকায় মো: শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতিতে শামসুল ইসলাম এর পথচলা ১৯৯২ সালে, পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

এই বিষয়ে শামসুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পর্যটক বান্ধব পৌরসভা হিসাবে গড়ে তুলতে কাজ করবো।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ এর নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তিনি চলতি মেয়াদে আড়াই বছর মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৯৮৪ সালে ১৫.৮৮ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে গঠিত হলেও ২০০১ সালে ‘ক’ শ্রেণীর পৌরসভাতে উন্নিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ বসবাস করে। মোট ভোটার ৩৩ হাজার ৭৪৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১জন, মহিলা ভোটার ১৫ হাজার ১৪৬জন। সূত্র-পাহাড়বার্তাডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট