বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে বিশ্ব গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা গ্রন্থাগার কার্যালয়ে এ গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। জেলা গ্রন্থাগারের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমীর সভাপতিত্বে গ্রন্থাগার দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর , বান্দরবান জেলা গ্রন্থাগারের সরকারি লাইব্রেরিয়ান রিকেন চাকমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রন্থাগার হলো পার্বত্য বান্দরবানবাসীর জ্ঞান সমুদ্রের চিকিৎসালয়। আমাদের শরীর অসুস্থ হলে যেমন আমরা হাসপাতালে যাই চিকিৎসা করার জন্য, তেমনি ভাবে জ্ঞানসমুদ্রের মনের চিকিৎসা করতে হলে অবশ্যই গ্রন্থাকারে আসতে হবে।
কারণ সেখানেই পাওয়া যাবে জ্ঞানের সঠিক চিকিৎসা। তাই ছেলেমেয়েদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানানো হয়। পরিশেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত