বান্দরবান প্রতিনিধি |
`প্লাস্টিক দূষন সমাধানে সামিল হই সকলে'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫জুন) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় র্যালিটি। র্যালীতে অংশ নেন শিক্ষার্থী, পরিবেশ সংগঠনসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।
সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী, অতিরিক্ত পুলিশ প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলার সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরী, কারিতাস বান্দরবানের প্রোগ্রাম অফিসার রুপনা দাশ এতে অতিথি ছিলেন। এতে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বান্দরবান জেলার সভাপতি বাবুমনি কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রিমন পালিত সহ গন্য মান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন ,পার্বত্য বান্দরবান পরিবেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত যা পরিবেশের জন্য জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় । সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা । বর্তমানে পরিবেশ রক্ষায় বিভিন্ন সংগঠন এগিয়ে আসলেও সকলের উচিত আরও বেশি সচেতন হয়ে এই পার্বত্য বান্দরবানের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা । এজন্য অতিথিদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত