প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানের সমাপ্ত হলো (ওয়াগ্যোয়াই) প্রবারণা পূর্ণিমা । বৌদ্ধ অনুসারীরা তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে শীল পালনকারীরা প্রবারণা পূর্ণিমার দিনে (ওয়াগ্যোয়াই পোয়েঃ) বৌদ্ধ বিহার থেকে নিজ সংসারে ফিরে যান, আর এই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বেশ তৎপর্যপূর্ণ। সোমবার (৩০ অক্টোবর) রাতে রথ টানা এবং মধ্যরাতে সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করার মধ্যে দিয়ে ইতি টানা হয় এই প্রবারণা পূর্ণিমার। পাহাড়ের বর্ণিল প্রতারণা পূর্ণিমাকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকদের আগমন ঘটে।
স্থানীয় রাজার মাঠ থেকে ফানুস উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।
এসময় দলমত নির্বিশেষে সবাই ফানুস উড়াতে মেতে উঠেন। এদিকে একই সময় এক যোগে জেলার বিভিন্ন উপজেলায়ও প্রবারণা পূর্ণিমা পালন করেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত