1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেল বান্দরবানের নওরীন জাহান রাইসা বান্দরবানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং কক্সবাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৬ জন গ্রেফতার আজিজনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান জসিম ও তার ছেলে নিহাল চট্টগ্রাম থেকে গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক- ১ লামায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন লামায় অবৈধ ৬ ইট ভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করলেন প্রশাসন লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর

বান্দরবানে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ : দুর্ভোগ চরমে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |  বান্দরবান জেলা সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং ছড়ার ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে দেবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বেশ কয়েকটি পাড়ার বাসিন্দা। বন্যার পানিতে ব্রিজটির অর্ধেক দেবে ভেঙে গেলেও নিত্য প্রয়োজনে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রীরা।

সূত্রে জানা যায় ,আগস্ট মাসে বান্দরবানে টানা বৃষ্টি আর বন্যার কারণে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং ছড়ার ওপর নির্মিত একমাত্র ব্রিজটি দেবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজটি দেবে যাওয়ায় উভয় পাশে বড় যানবাহন থেকে মালামাল নামিয়ে আবার অন্য পাশে গিয়ে চরম দুর্ভোগ শেষ করে মালামাল পরিবহন করছেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছেন স্থানীয়রা, যেকোনো সময় ব্রিজটি পুরোপুরিভাবে ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, এমনিতেই ব্রিজটি আগে থেকে প্রায় ভেঙে যেতে বসেছিল আর সম্প্রতি আগস্ট মাসে বান্দরবানে কয়েকদিন টানা বৃষ্টি আর বন্যার কারণে পানি ওঠে ব্রিজটি অর্ধেক ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে পুরোপুরি ভেঙে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা নু মং বলেন, এই ব্রিজ দিয়ে প্রতিদিন অসংখ্য জনসাধারণ চলাচল করে, কিন্তু ব্রিজটির করুণ দশা দ্রুত মেরামত করা প্রয়োজন।

জানা যায়, ব্রিজ ভেঙে যাওয়ায় কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়া, ভাঙামুড়া পাড়া, বড়ুয়া পাড়া, মারমা পাড়া, ঢলু পাড়া, চেমীর মুখ, গোয়ালিয়া খোলাসহ কয়েকটি পাড়ার প্রায় পাঁচ হাজার বাসিন্দাদের এখন পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। আগে যে পরিমাণ যানবাহন এই সড়কে চলাচল করতো এখন ব্রিজ ভাঙা থাকায় যানবাহনের পরিমাণ কমে গেছে আর যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ।

এদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার  জানান, গেল আগস্ট মাসের বন্যায় বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৩৮ মিটার ব্রিজ নষ্ট হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪২ কিলোমিটার সড়ক, টাকার হিসেবে যা প্রায় ১৪৩ কোটি টাকা। তিনি বাংলানিউজকে আরও বলেন, বান্দরবানে বিভিন্ন সড়ক ও ব্রিজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো দ্রুত সময়ে মেরামত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট