বান্দরবান প্রতিনিধি |
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলা শাখার নেতাকর্মীরা। রবিবার ভোরে সাবেক সংসদ ও বিএনপি ‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে বান্দরবান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ শ্রদ্বা নিবেদন করা হয়। এসময় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।