1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম  লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত লামায় পর্যটন কটেজে এক পর্যটকের আত্মহত্যা লামায় পরিবেশ বিধ্বংসী ৬ লাখ ২৭ হাজার গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু

বান্দরবানে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ৯৩টি পদ শূন্য : পিছিয়ে পড়ছে শিক্ষার্ত্রীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

বান্দরবান পার্বত্য জেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকটের কারনে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা অর্জন, ফলে ফলাফলে তারা পিছিয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলায় ৮টি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও বছরের পর বছর ধরে শিক্ষক সংকট থাকার কারনে শিক্ষা অর্জনে পিছিয়ে পড়ছে জেলার শিক্ষার্ত্রীরা। জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের ৮টি পদের মধ্যে ৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সহকারী প্রধান শিক্ষকের ১০টি পদের মধ্যে ৯টি শূন্য, সহকারী শিক্ষকের ১৭৬ টি পদের মধ্যে ৮০টি পদ শূন্য রয়েছে, সেই সাথে রয়েছে কর্মচারী সংকট, ফলে অনেক ক্ষেত্রে দাপ্তরিক কাজ কর্ম করতে হয় শিক্ষকদের। শিক্ষক সংকটের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন, শ্রেণি কক্ষ সংকটের কারনে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উয়ে সিং মারমা জানায়, শুধু শিক্ষক সংকট নয়, বিদ্যালয়ের ভবন জরাজির্ণ হওয়ার কারনে প্রতিদিন আতঙ্কের মধ্যে ক্লাস করতে হয় আমাদের, দ্রুত এর অবসান হওয়া উচিত।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের সৃষ্ট পদ ১টি হলেও তা শূন্য, সহকারী শিক্ষকের ৯টি পদ থাকলে ৫টি পদ শূন্য, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য, সহকারী প্রধান শিক্ষকের ১টি পদ থাকলেও তা শূন্য, সহকারী শিক্ষকের ৯টি পদ থাকলেও ৫টি পদ শূন্য, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের ১টি পদ থাকলে তা শূন্য, সহকারী শিক্ষকের ২৫টি পদ থাকলেও ১১টি পদ শূন্য। আলিকদম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য, সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য, সহকারী শিক্ষকের ১০টি পদ থাকলে শূন্য আছে ৪টি। লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য, সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য, সহকারী শিক্ষকের ২৫টি পদ থাকলেও ১৫টি পদ শূন্য।

অভিভাবক সাচিং মার্মা জানান, শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট আছে জেনেও ছেলেকে এখানে ভর্তি করেছি, আমরা গরিব তাই আমাদের আর কোন উপায় নাই।

আরো জানা গেছে, দুই শিফটের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের ২টি পদ থাকলেও ২টি পদ শুন্য, সহকারী শিক্ষকের ৫০টি পদের মধ্যে ২০টি পদ শূন্য, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শুন্য, সহকারী প্রধান শিক্ষকের ২টি পদ থাকলেও ২টি পদ শুন্য, সহকারী শিক্ষকের ৪৯ টি পদ থাকলেও ২৪টি পদ শূন্য। তবে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কোন পদ খালি নেই।

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল হক নিজামী বলেন, শিক্ষক সংকটের কারনে শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি, সংকট নিরসনে আমরা শিক্ষামন্ত্রীকে পর্যন্ত অবহিত করেছি।

আরো জানা গেছে, বান্দরবানের সরকারি ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ট থেকে দশম শ্রেণিতে প্রায় ৬ হাজার শিক্ষার্ত্রী থাকলে বিভিন্ন বিভাগের শিক্ষক না থাকার কারনে ফলাফলের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।

এই ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা বলেন, শিক্ষক কম থাকার কারনে বান্দরবানের শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়ছে, শিক্ষক ঘাটতি পূরনে সামনে কোন ভালো খবর নেই। সূত্র- পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট