বান্দরবান জেলার সদর থানাধীন কুহালং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ৩.৪ কেজি আফিমসহ একজন গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এক মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য আফিম নিয়ে বিক্রয় করার জন্য পূবালী বাসে করে বান্দরবান মহাসড়ক হয়ে রাঙ্গামাটি উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-৩ বান্দারবান ক্যাম্পের আভিযানিক দল বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন কুহালং ইউপির অন্তর্গত কেমলং ছড়ার ব্রিজের দক্ষিণ পার্শ্বে থাকা পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করেন। তল্লাশীর একপর্যায়ে বাসটি চেকপোস্টের সামনে আসলে র্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশী শুরু করলে একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে সর্বমোট ৩ কেজি ৪০০ গ্রাম আফিমসহ একজন মাদক কারবারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় নেসাউ মারমা (৪০), পিতা-মৃত সিংহা প্রু মারমা, মাতা- লা সাং প্রু মারমা, সাং-গংগ্রী ছড়া, ২ নং রাইখালি ইউপি, থানা-চন্দ্রঘোনা, জেলা-রাঙ্গামাটি পর্বত্য জেলা জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, বর্ণিত মাদক কারবারী অন্যত্র পাচারের লক্ষ্যে আফিম ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। কথিত আছে উদ্ধারকৃত অবৈধ আফিমের আনুমানিক মূল্য তিন কোটি চল্লিশ লক্ষ টাকা। এ ঘটনায় ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে বান্দরবান পার্বত্য জেলার সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র্যাব সুত্র জানিয়েছেন।