বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলার ৫০ জন কলেজের শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা শিক্ষা সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতা জনিত ২৩ জন কর্মচারীর পরিবারের কাছে মোট ১ কোটি ৬৮ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসকের মিলানায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ প্রমুখ।