বান্দরবান জেলায় বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন তুলা গবেষণা কর্মকর্তা। মৃত কর্মকর্তার নাম চিরন্তন চাকমা (৪৯)। তিনি জেলা শহরের বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের ইউনিট কটন অফিসার ও রাঙামাটির বনরূপা পাড়া এলাকার মৃনাল কান্তি চাকমার ছেলে। গত শনিবার দিনগত রাত ১১টার দিকে বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে ঘটনাটি ঘটে।
বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার নিহার রঞ্জন নন্দী জানান, সাপে কাটা রোগীকে এন্টিভেনম দেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ জুন শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে দোকান থেকে তুলা গবেষণা কেন্দ্রের কোয়ার্টারের বাসায় ফেরার সময় বাসার উঠানে বিষাক্তে একটি তাকে ছোবল মারে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। ষেখানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এক পর্ষায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।