বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ নুর নবী(২০) ও মো. রিদোয়ান(১৮) নামে দুই যুবককে আটক করেছে ১১বিজিবি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া ৪৮নং সীমান্তের রোহিঙ্গা টিলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিকালে সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল।
আটককৃতরা হলেন- রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাই স্কুল পাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে নুর নবী(২০) এবং একই এলাকার মো. হাসেমের ছেলে মো. রিদোয়ান(১৮)।
বিজিবি সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া রোহিঙ্গা টিলা নামক এলাকায় অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ নুর নবী ও রিদোয়ান নামের দুইজনকে আটক করা হয়। যার বাজারের মূল্য আড়াই লাখ টাকা।
নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে ১১বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত