মো. নুরুল করিম আরমান |
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বান্দরবান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উম্মোধন গীসা। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। তিনি বর্তমানে জেলার আলীকদম উপজেলার ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এবারে বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষক, এক শিক্ষা অফিসার, এক বিদ্যালয় ও এক এসএমসি কমিটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছে বান্দরবান জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি।
প্রকাশিত তালিকায় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর ৮ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার পশ্চিমকুল তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও আলীকদম উপজেলার চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা পারভীন লাকী শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। অপরদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন। আলীকদম উপজেলার অসতি ত্রিপুরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ট প্রতিষ্টান ও বান্দরবান জেলা সদরের ডনবস্কো সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করলো বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানান, চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সহ সহকলের সহযোগিতায় এ অর্জন।
শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা অফিসার, বিদ্যালয় ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে শিক্ষক, বিদ্যারয়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কর্মচারীদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠদের অভিনন্দন।