1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেল বান্দরবানের নওরীন জাহান রাইসা বান্দরবানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং কক্সবাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৬ জন গ্রেফতার আজিজনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান জসিম ও তার ছেলে নিহাল চট্টগ্রাম থেকে গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক- ১ লামায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন লামায় অবৈধ ৬ ইট ভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করলেন প্রশাসন লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর

বান্দরবান জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার, শিক্ষক, বিদ্যালয় ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন যারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বান্দরবান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উম্মোধন গীসা। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। তিনি বর্তমানে জেলার আলীকদম উপজেলার ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এবারে বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষক, এক শিক্ষা অফিসার, এক বিদ্যালয় ও এক এসএমসি কমিটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছে বান্দরবান জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি।
প্রকাশিত তালিকায় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর ৮ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার পশ্চিমকুল তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও আলীকদম উপজেলার চম্পট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা পারভীন লাকী শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। অপরদিকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হন নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন। আলীকদম উপজেলার অসতি ত্রিপুরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ট প্রতিষ্টান ও বান্দরবান জেলা সদরের ডনবস্কো সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করলো বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানান, চাম্বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সহ সহকলের সহযোগিতায় এ অর্জন।
শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা অফিসার, বিদ্যালয় ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে শিক্ষক, বিদ্যারয়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কর্মচারীদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠদের অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট