পার্বত্য বান্দরবান জেলার সকল মৌজার হ্যাডম্যানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) সকালে প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল মৌজা হেডম্যানদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. সাইফুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হেডম্যান কারবারিবৃন্দসহ আরও অনেকে । অনুষ্ঠানে অতিথিরা পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন বিষয় নিয়ে হেডম্যানদের সমন্বয়ে ভূমি বিষয়ক মুক্ত আলোচনা করেন।