বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে জেলা পরিষদে বৈষম্যহীন নিয়োগের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ। রবিবার (৮ অক্টোবর) সকালে জেলা সদরস্থ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম তলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে পার্বত্য জেলা পরিষদে সরকারি কর্মচারী নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে বৈষম্যহীন নিয়োগ প্রদানের দাবী তোলা হয় সাংবাদিক সম্মেলনে।
সম্মেলনে জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাছির উদ্দিন, জেলা নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক শাহজালাল সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগসমূহে ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগে অবিলম্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক স্বজনপ্রীতি, দুর্নীতি, প্রতিহংসা, সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক নিয়োগ বাণিজ্য বন্ধ করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে জনসংখ্যাভিত্তিক সমবণ্টন করে সরকারি কর্মচারী নিয়োগ দিতে হবে। বর্ণিত দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন করবেন বলে জানান কাজী মুজিবুর রহমান।