বান্দরবান প্রতিনিধি |
টানা এক মাস পর আজ চালু হয়েছে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগের ব্যবস্থা। ফলে সকাল থেকে চলাচলে শুরু করেছে সব ধরনের যানবাহন। তথ্যটি নিশ্চিত করে ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ওয়ারেন্ট অফিসার রাহুল হাসান পার্থ জানান, চিম্বুক পোড়া পাড়া এলাকায় পাহাড় কাটিং করে সড়ক ব্যবস্থা উন্নতি হয়েছে। বর্তমানের পোড়াবাংলা সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
অন্যদিকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো বিছিন্ন রয়েছে। তবে সড়কের ছোট যানবাহন মোটরযান চলাচল করছে। তাছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক করতে সড়ক জুড়ে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
উল্লেখ্য, এর আগে বন্যার পাহাড় ধসে চিম্বুক পোড়া বাংলার এলাকায় সড়ক ধসে যায়। এতে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত