বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান’র সাথে রাবার বাগান মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রাবার বাগান মালিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সমিতির সভাপতি কামাল উদ্দিন ও মহাসচিব মাইনুল ইসলামের নেতৃত্বে নব নিযুক্ত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের চেয়ারম্যান রাবার বাগান মালিক সমিতির নেতৃবৃন্দের কাছ থেকে রাবার বাগানের মালিকদের সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।