বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে বন বিভাগের অভিযানে ৪০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শহরের নিউগুলশান ইসলামি শিক্ষাকেন্দ্র স’মিল থেকে এসব অবৈধ কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বান্দরবানে কাঠ ব্যবসার আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি রিজার্ভ বনের বিভিন্ন প্রজাতির কাঠ অবৈধভাবে মজুদ এবং পাচার করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টিম অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করে।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, শহরের গাছের ডিপোগুলোতে অভিযান চালিয়ে কাগজের সাথে কাঠের মিল না থাকায় সেগুন, গামারি, গোদা, গর্জনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০ ঘন ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। ক্রমান্বয়ে সবগুলো ডিপোতে অভিযান পরিচালনা করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত