বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানে পরিত্যক্ত অবস্থায় ফরেস্ট বিভাগের গাছ উদ্ধার করেছে ২ এপিবিএন। শুক্রবার (১৮ আগস্ট) ২ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের দিক নির্দেশনায় এসআই (নি.) মো. জামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বান্দরবান সদর থানাধীন হলুদিয়া বাজারে পয়েন্টে অবস্থান করাকালীন হলুদিয়া বাজার পয়েন্ট হতে দক্ষিণমুখি রাস্তার ১০০ গজ দূরে ৪টি ঝাউ গাঠের কাটা টুকরো উদ্ধার করা হয়। পরে এ ৪টি বড় ঝাউ গাছের টুকরো জব্দ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বড়দোয়ারা ফরেস্ট বিভাগের বিটে হস্তান্তর করা হয়। গাছ আটাকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিট কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।