দিঘিনালা প্রতিনিধি।
বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্বরণে প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শনিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলার “বঙ্গবন্ধু চত্বরে” যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন এবং এক মিনিট নিরবতা পালন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, উপজেলা সেচ্ছাসেবক সমন্বয়ক পলাশ বড়ুয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্টের দলনেতা হাসান মোর্শেদ রিফাত, উপ দলনেতা রবিউল আওয়াল প্রমুখ। এসময় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত