বুধবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরে যাচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গত ২ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মোহাম্মদ রাজীব সিদ্দিকী ও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মো: লিয়াকত আলীর পৃথক স্বাক্ষরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। উপজেলার আশারতলীর জারুলিয়া ছড়ি বিজিব ‘র বিওপিতে উপস্থিত হয়ে সাড়ে ৯টায় কাজু বাগান ও কপি বাগান পরির্দশন ও চাষিদের সাথে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করবেন এ দুই মন্ত্রী। সভা শেষে উপজেলা ত্যাগ করে বান্দরবান হয়ে খাগড়াছড়ি উদ্দেশ্যে যাত্রা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানান। এসময় দুই মন্ত্রণালয়ের একান্ত সচিব, ব্যাক্তিগত কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁদের সফর সঙ্গী হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে বান্দরবান জেল আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী বলেন, দীর্ঘদিন পর দুই মন্ত্রী নাইক্ষ্যংছড়ি আগমনে উপজেলার আপামর জনগণ উৎফুল্ল ভাব দেখা যাচ্ছে।