নোয়াখালী জেলার ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে গ্যাস সিলিন্ডারের আগুনে নারী শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে বলে ভাসানচর থানার এস আই নূর হোসেন জানান। দগ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর দেহের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান।
এস আই নূর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সফি আলম নতুন করে গ্যাস ভরার জন্য সিলিন্ডার খালি করছিলেন।
“এ সময় সিলিন্ডারের তলানীতে থাকা গ্যাস ছড়িয়ে পড়ে। তার প্রতিবেশী সানজিদার ঘরে তখন রান্না চলছিল। ফলে বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে যায়। তাতে দুই পরিবারের ৫ শিশু, দুজন নারী এবং দুজন পুরুষ দগ্ধ হন।”
আহতদের পরে ভাসানচর থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর দগ্ধ পাঁচ শিশুকে চট্টগ্রামে পাঠানো হতে পারে বলে চিকিৎসক নাহিদ হাসান জানিয়েছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত