বুধবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ৮নং পৌর ওয়ার্ড মাটিরাঙ্গা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালিন গভীর রাতে তার চলাচল সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করে। এ সময় তার কাছে থাকা ২ হাজার চারশত ১২ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল বলেন, দীর্ঘ দিন ধরে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে।
এ সময় মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। থানা এলাকায় যে কোন ধরণের অপকর্ম রোধে পুলিশ তৎপর রয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।