খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সৌর বিদ্যুত চালিত পানির পাম্পসহ শিয়ালচা ত্রিপুরা ( ৩২) নামে ১ জনকে আটক করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার (১১ মে) ভোর ৫টায় উপজেলার বর্ণাল ইউনিয়নের ৬নং ওয়ার্ড প্রাণ কুমার পাড়া থেকে তাকে আটক করা হয়। সে জীবন কুমার ত্রিপুরার ছেলে।
এ সময় স্থানীয় বাসিন্দা খামরা রাই ত্রিপুরা বলেন, দীর্ঘ দিন ধরে এলাকার পানির পাম্প, সোলার প্যানেল, টিউবওয়েলসহ আসবাবপত্র চুরি হওয়াতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে চোর ধরতে রাত জেগে পাড়া দিতে শুরু করে। অনেকদিন যাবৎ পাহারা দেওয়ার পর ওইদিন ৫ টি সৌর বিদ্যুৎ চালিত পাম্পসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। স্থানীয় ইউপি মেম্বারে সহযোগিতায় পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দন্ডবিধি চুরি আইনে মামলা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত