খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আলোচিত মোটরসাইকেল চালক ওমর ফারুক হত্যা মামলার আরেক আসামি মনির হোসেনকে (২৪ ) আটক করেছে পুলিশ। মনির উপজেলার আমতলী ইউনিয়ননের ৩নং ওয়ার্ড দেওয়ান বাজার মো. সিরাজ মিয়ার ছেলে। মঙ্গলবার (১০ জুলাই) আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ উপ পরিদর্শক মাসুদুল আলম পাটোয়ারীর নেতৃত্বে গভীর রাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ থানার করেরহাট ফরেস্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এর আগে ১৪ জুন মাটিরাঙ্গার আমতলী / রামশিরা বাজার এলাকা হতে আরেক আসামি মো. ইমরান হোসেনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৩১ মে সন্ধা ০৭টা ৩০ ঘটিকা সময় মোটরসাইকেলে ভাড়া যাত্রী নিয়ে তবলছড়ির মোল্লা বাজার হতে মাটিরাঙ্গা যাওয়ার পথে মোটর সাইকেলসহ ফারুক নিখোঁজ হয়। ২ জুন নিখোঁজের বাবা বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেন। পরে ৪ জুন উপজেলার আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মতু মগপাড়া সীমান্তবর্তী এলাকায় ফারুকের গলিত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা ৫ জুন মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করলে মাঠে নামে পুলিশ ।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এস আই মাসুদ আলম পাটোয়ারী নেতৃত্বে মোটরসাইকেল চালক ফারুক হত্যা মামলার আসামী মনির হোসেন নামে ১ জনকে আটক করা হয়েছে।
বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ইনচার্জ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত